Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শ্রীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

টি.আই সানি, শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ১১ মার্চ ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শ্রীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ছবি: বহুমাত্রিক.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির মাসিক সাধারণ সভায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শুক্রবার রাত ৮টায় বনলতা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক যুগান্তরের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানানো হয়।

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দের (যুগান্তর) সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন খানের (আজকালের খবর) পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার), শ্রীপুর প্রেস ক্লাব’র সহ-সভাপতি আলমগীর হোসেন (আলোকিত প্রতিদিন), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক), শ্রীপুর প্রেস ক্লাব’র সাধারন সম্পাদক নাসির উদ্দিন জর্জ (ভোরের কাগজ), শ্রীপুর প্রেস ক্লাব’র নির্বাহী সদস্য মোক্তার হোসেন (বর্তমান), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (বাংলাদেশ সমাচার), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের ডাক), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহীনুর আলম (দিন প্রতিদিন), শ্রীপুর অন লাইন প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বর্তমান), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাঈম মেহেদঅ (সকালের সময়), মোহাম্মদ সোহেল রানা (ঢাকা প্রতিদিন), এস এম জহিরুল ইসলাম (আজকের বাংলা সংবাদ), শাহাদত হোসেন সাদেক (সবুজ নিশান), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য মোফাজ্জল হোসেন (আজকের সংবাদ) ও আনিছুর রহমান শামীম (গনজাগরণ)।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বড় বাধা ডিজিটাল নিরাপত্তা আইন। এ আইন দ্রুত বাতিল করতে হবে। সারাদশে ডিজিটাল নিরাপত্তা আইনে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer