Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শ্রীপুরে প্রশাসনের হস্তক্ষেপে কিশোরীর বাল্যবিয়ে পন্ড

টি.আই সানি, শ্রীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:২১, ২০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

শ্রীপুরে প্রশাসনের হস্তক্ষেপে কিশোরীর বাল্যবিয়ে পন্ড

ছবি : বহুমাত্রিক.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে আবুল হাসেম মিয়ার কন্যা (১৫), ১০ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বাল্য বিয়ে পন্ড করেছে শ্রীপুর থানা প্রশাসন। সোমবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্য বিয়ে পন্ড হয়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য তারেক হাসান (বাচ্চু) জানান, কিশোরীটি স্থানীয় একটি স্কুলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী। তাঁর পরিবার কিশোরীকে একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (সাকিব) (২৪) এর সাথে বাল্য বিবাহ দেয়ার লক্ষে সোমবার সকাল থেকে মেয়ের বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চালাচ্ছিল।

এ সময় স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সংবাদ পেয়ে প্রথমে কিশোরীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়। এতে তাঁরা বাল্য বিয়ে বন্ধে অপরাগতা প্রকাশ করলে শ্রীপুর থানায় সংবাদ দেয়া হয়। পরে শ্রীপুর থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শামসুল আরেফিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আশরাফুল্লাহ্ জানান, ভুয়া সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে কিশোরীর পরিবার বাল্য বিয়ের আয়োজন করছিল। পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে যাচাই করে দেখা গেছে প্রকৃতপক্ষে কিশোরীর বিয়ের বয়স হয়নি। এ সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শামসুল আরেফিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বরকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল ডাকেন,পরে বর পক্ষ তিন হাজার টাকা জরিমানা দিয়ে মামলা শেষ করেন।

পরে তাঁর পরিবারের সদস্যদের বাল্য বিয়ের কূফল সম্পর্কে অবগত করলে তাঁরা ভূল বুঝতে পেরে বিয়ে বন্ধ করেন। পরে উভয় পক্ষের অভিভাবকরা কিশোরীর বিয়ের বয়স ১৮ না হওয়ার আগে বিয়ে দিবে না বলে মোচলেকা প্রদান করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer