Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

শ্রমিক নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ২৮ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

শ্রমিক নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজি:নং-২৩০৫) সহসভাপতি আব্দুল আজিজ প্রধান এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় শহরের মনু সেতু সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় করোনাকালীন সময়ে নানা অজুহাত দেখিয়ে বিভিন্ন হোটেল রেস্টোরেন্টে শ্রমিক ছাটাই, কর্মঘন্টা বৃদ্ধি, মজুরি কর্তনসহ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক মিয়া, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির আহ্বায়ক ডা. অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, ধ্রুবতারা সাংস্কৃতি সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা। অন্যান্যের মধ্যে আলোচনা করেন মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, কালেঙ্গা ইউনিয়নের গিয়াস মিয়া, তারেশ বিশ্বাস সুমন প্রমুখ।

সভায় আলোচকরা বলেন, সরকার ঘোষিত হোটেল শ্রমিকদের নুন্যতম মজুরি আদায়সহ সুযোগ সুবিধা আদায়ে আব্দুল আজিজ মৃত্যুর পূর্বপর্যন্ত কাজ করে গেছেন। বর্তমানে হোটেল সেক্টরসহ বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকরা নানাভাবে হয়রানি ও প্রাপ্ত সুযোগ সুবিধা বঞ্চিত রয়েছেন। আব্দুল আজিজের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আরও বলেন, বর্তমানে করোনাকালীন সময়ে নানা অজুহাত দেখিয়ে বিভিন্ন হোটেল রেস্টোরেন্টে শ্রমিক ছাটাই, কর্মঘন্টা বৃদ্ধি, মজুরি কর্তনসহ নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের কোন বিকল্প নেই। সভা থেকে বিনা বেতনে বেআইনীভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিন্মতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, সরকার ঘোষিত হোটেল সেক্টরে নিন্মতম মজুরি কার্যকর, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন এবং চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবি জানান।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer