Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শুধু অনলাইনেই পাওয়া যাবে তাজমহলের টিকিট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ১০ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

শুধু অনলাইনেই পাওয়া যাবে তাজমহলের টিকিট

প্রাণঘাতী করোনা ভাইরাসের পরিস্থিতেই খুলে দেওয়া হচ্ছে ভারতের অন্যতম দর্শনীয় স্থান তাজমহল। তবে তাজমহল দর্শনের টিকিট পাওয়া যাবে শুধু মাত্র অনলাইনেই। তাজমহল রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতে পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় স্থান তাজমহল প্রায় ছয় মাস বন্ধ থাকার পর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর প্রতিদিন অনলাইন টিকিটের মাধ্যমে সপ্তমাশ্চর্য তাজমহলে প্রবেশের সুযোগ পাবে ৫ হাজার দর্শনার্থী।

ভারতের উত্তর প্রদেশের পর্যটন বিভাগের উপ পরিচালক অমিত শ্রীভাস্তু এএফপিকে জানিয়েছেন, চলতি মাসের ২১ তারিখ তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাস রোধে সকল নিয়ম কানুন মেনে চলা হবে এবং পর্যটকদের অবশ্যই মাস্ক পড়ে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer