Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শুক্রবার রাজধানীতে‘মিউজিক্যালিটি ইন উড’ শীর্ষক যৌথ প্রদর্শনী শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ২১ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুক্রবার রাজধানীতে‘মিউজিক্যালিটি ইন উড’ শীর্ষক যৌথ প্রদর্শনী শুরু

ঢাকা : রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএস এলাকায় গ্যালারি কসমসে শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘মিউজিক্যালিটি ইন উড’ শীর্ষক ১২ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।

প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম ভিলা ডি আঞ্জুমানে (সড়ক-৬, বাড়ি নং- ১১৫) বিকাল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন।

কসমস-আতেলিয়ার৭১ প্রিন্টমেকিং স্টুডিওতে আয়োজিত কর্মশালা থেকে প্রাপ্ত উডকাট প্রিন্ট নিয়ে এ প্রদর্শনী চলবে। কর্মশালাটি পরিচালনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান।

প্রদর্শনী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।পুরো প্রদর্শনীতে থাকছে কর্মশালায় অংশ নেয়া ৩০ মেধাবী শিল্পীর তৈরি করা উডব্লক প্রিন্ট।

উডব্লক বা উডকাট হচ্ছে এক ধরনের চিরাচরিত কারু প্রিন্টিং, যেখানে শিল্পী এক টুকরো কাঠের ওপর নকশা করেন এবং বাকি অংশটুকু চেঁছে ফেলে দেন। পরে ভেসে ওঠা চিত্রে কালি লাগানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer