Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শুক্রবার নিউজিল্যান্ডে সকল নারীরা হিজাব পরবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২০ মার্চ ২০১৯

প্রিন্ট:

শুক্রবার নিউজিল্যান্ডে সকল নারীরা হিজাব পরবে

ঢাকা : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে গত শুক্রবারে ভয়াবহ হামলায় ৫০ জন মুসল্লি নিহত হন। অস্টেলিয়ার শ্বেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন টারান্ট এ হামলা চালায়।

আগামী শুক্রবার এ হামলার এক সপ্তাহ পূরণ হবে। হামলার প্রতিবাদ, নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে শুক্রবার নিউজিল্যান্ডজুড়ে হিজাব পরবে নারীরা। দেশটির সব ধর্মের নারীরা হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি জানাবে।

‘সম্প্রীতির জন্য হিজাব’ নামে কর্মসূচির আয়োজকরা জানান, গত শুক্রবারের হামলায় পুরো নিউজিল্যান্ড শোকাহত। মসজিদে হামলায় প্রাণ হারানো ৫০ জন মা, বাবা, সন্তান, সহকর্মী ও বন্ধুদের প্রতি আমরা ভালোবাসা ও সহমর্মিতা জানাতে চাই। আমরা জানাতে চাই, মুসলিমরা নিউজিল্যান্ডে একা না, আমারা তাদের পাশে সবসময় আছি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই কর্মসূচিতে নারীরা ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। অনেকে এর প্রশংসা করেছেন।কেউ বলেছেন, মুসলিমদের পাশে দাঁড়াতে আমরা সদা প্রস্তুত।

কর্মসূচির একজন আয়োজক থমাস বলেন, মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়াতে আমরা একদিন হিজাব পরতেই পারি।নিউজিল্যান্ডের মুসলিম সম্প্রদায়ের লোকজন এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer