Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শুক্রবার দুপুরে ভারত যাবেন টেস্ট দলের ৮ জন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ৮ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

শুক্রবার দুপুরে ভারত যাবেন টেস্ট দলের ৮ জন

ঢাকা : জমে উঠেছে ভারত-বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দিল্লিতে সফরকারী বাংলাদেশ ও রাজকোটে স্বাগতিক ভারত জেতায় সিরিজে চলে এসেছে সমতা। ফলে আগামী রোববার নাগপুরে নির্ধারিত হবে সিরিজের ট্রফিটি উঠবে কোন দলের অধিনায়কের হাতে।

তবে এই টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শেষ হচ্ছে না দুই দলের এবারের লড়াই। কেননা কুড়ি ওভারের ক্রিকেট শেষ করেই দুই দল নামবে ধৈর্য্য ও টেম্পারমেন্টের পরীক্ষা দিতে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে। আগামী ১৪ নভেম্বর ইন্দোরের বিধর্বা ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি।

সেই ম্যাচ তথা সিরিজ খেলার উদ্দেশ্যে শুক্রবার  দুপুর ১২টায় দেশ ত্যাগ করবে বাংলাদেশের টেস্ট দলের খেলোয়াড়রা। তারা সরাসরি চলে যাবে নাগপুরে। যেখানে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলবে ভারত-বাংলাদেশ।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন রয়েছে। মুমিনুল হকের নেতৃত্বে গড়া টেস্ট স্কোয়াডের ৮ জনই নেই টি-টোয়েন্টি দলে। তারাই শুক্রবার যাবেন দুই ম্যাচের টেস্ট খেলতে।

মুমিনুলসহ শুক্রবার ভারতগামী বিমানে উঠবেন সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।

ভারত সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড
সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাঈফ হাসান, মুমিনল হক সৌরভ, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আলআমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer