Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০২, ১৯ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ

ঢাকা : জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে শুক্রবার বিকেএসপিতে মাঠে নামবে বিসিবি একাদশ। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।

প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে সুযোগ না পাওয়া সৌম্য সরকার।

সৌম্যকে অধিনায়ক করে বুধবার ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক মাসের লম্বা সফরে জিম্বাবুয়ে ক্রিকেট দল গত মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। সফরে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

ওয়ানডে ম্যাচগুলো হবে দিবারাত্রির। আগামী ২১ অক্টোবর হোম অব বাংলাদেশ ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আগামী ৩ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ১১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বিসিবি একাদশ: সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাইফ উদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন চৌধুরী, মোর্শেদুল আখতার এবং নাইম হাসান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer