Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে মার্ক জাকারবার্গ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২৪ মে ২০২০

প্রিন্ট:

শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে মার্ক জাকারবার্গ

মহামারি করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের সময় জেফ বেজোসের মতো সম্পদ বাড়ল ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গেরও। বার্নার্ড আরনল্ট এবং ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সে তিনি উঠে এসেছেন তিন নম্বরে।

সদ্য প্রকাশিত তালিকায় দেখা গেছে, জাকারবার্গের সম্পদের পরিমাণ এখন ৮৭.৮ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে আরনল্টের ৮১.১ বিলিয়ন এবং বাফেটের ৬৮.৯ বিলিয়ন ডলার।

এক বছর আগে এ তালিকায় জাকারবার্গের সম্পদের পরিমাণ ছিল ৭২.৫ বিলিয়ন ডলার আর আরনল্টের ছিল ৮৯.৬ বিলিয়ন ডলার। বাফেটের ৮৩.৫ বিলিয়ন ডলার। শীর্ষ ধনীদের তালিকায় বেজোস এক নম্বরে। দুইয়ে রয়েছেন বিল গেটস।

মূলত ফেসবুকের আয় বাড়তে থাকে এপ্রিলের আগে থেকেই। তখন প্রকাশিত আর্থিক আয়ের প্রতিবেদনে কোম্পানিটি জানায়, বছরের প্রথম ৩ মাসে তাদের আয় হয়েছে ১৭ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। এ সময় দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৭৩ কোটি। এছাড়া ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩০০ কোটি। এ পরিসংখ্যান প্রকাশের পরদিনই ফেসবুকের শেয়ার মূল্য ৮ শতাংশ বৃদ্ধি পায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer