Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শীতে ত্বকের রক্ষাকবচ গ্লিসারিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ২৩ ডিসেম্বর ২০১৯

আপডেট: ১৪:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

শীতে ত্বকের রক্ষাকবচ গ্লিসারিন

ঢাকা : শীত মানেই ত্বকের রুক্ষতা, মলিন ভাব। শরীরের আদ্রতা কমে ফাটতে শুরু করে, ফলে ত্বক ও শরীর দুটোই হয়ে যায় ম্লান। কিন্তু শীতের এ সব ঝামেলা নিমিষেই দূর করতে পারে গ্লিসারিন। নিয়মিত গ্লিসারন ব্যবহারে শরীর হয়ে ওঠে চাঙা ও নমনীয়। জেনে নেই গ্লিসারিনের ব্যবহারগুলো।

১. মুখে জমে থাকা তেল-ময়লা দূর করতে বাড়ি ফিরে গ্লিসারিন ব্যবহার করে ধুয়ে নিন মুখ। গভীরভাবে ত্বক পরিষ্কার করার ক্ষমতা আছে গ্লিসারিনের। ক্লিনজিং মিল্কের পরিবর্তে এ উপাদানেই দূর করতে পারেন মুখে জমে থাকা ময়লা।

২. ত্বক থেকে পানি সহজে সরে যেতে দেয় না গ্লিসারিন। ত্বকের কোষের পানি ধরে রেখে ত্বককে আর্দ্র রাখে এটি। তাই এ শীতে নিয়মিত ত্বকে ম্যাসাজ করুন গ্লিসারিন।

৩. এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই বিভিন্ন ধরনের ত্বকের ক্ষেত্রেই এটি বিশেষ কার্যকর। ত্বকের ছোটখাটো সমস্যা, ফুসকুড়ি বা জ্বালাভাব কমাতে গ্লিসারিন কাজে আসে।

৪. শীতে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে প্রতি রাতে ঘুমনোর আগে টোনিং করুন ত্বক। ত্বক তো ফাটবেই না, বরং শীতেও থাকবে নরম ও উজ্জ্বল।

৫. গোড়ালি ফাটার সমস্যা থাকলে রাতে ঘুমানোর আগে গোড়ালি পরিষ্কার করে গ্লিসারিন ঘষে নিন। দূর হবে পা ফাটা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer