Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শিশুদের জন্য আরো বেশি উন্মুক্ত স্থান প্রয়োজন : রাদওয়ান মুজিব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ২৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

শিশুদের জন্য আরো বেশি উন্মুক্ত স্থান প্রয়োজন : রাদওয়ান মুজিব

ঢাকা: সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি রাদওয়ান মুজিব সিদ্দিক শিশুদের খেলাধূলার সুযোগ দিতে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় আরো উন্মুক্ত স্থান রাখার উপর গুরুত্বারোপ করেছেন। রোববার ফেসবুকে একটি পোস্টে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি) গুলশানের উন্মুক্ত স্থানকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করার আহ্বান জানান। সেখানে আগে ওয়ান্ডারল্যান্ড বিনোদন পার্ক ছিল।

তিনি বলেন, যদিও বর্তমান অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তারপরও ওয়ান্ডারল্যান্ডের স্থান ও গুলশান ইয়ুথ ক্লাব (জিওয়াইসি) মাঠটিতে ‘যুবকরা লেখাধূলা করছে, আনন্দ করছে। আর এভাবে তারা শরীর চর্চায় সক্রিয় থাকছে।’ রাদওয়ান হাঁটার পার্কের সংখ্যা এবং শিশু-কিশোর ও তরুণদের জন্য সব আবহাওয়ায় খেলার উপযোগী স্থানের মধ্যে ভারসাম্য বজায় রাখারও আহ্বান জানান। তিনি বলেন, ‘কেন আমরা পুরনো ওয়ান্ডারল্যান্ড স্থানটিকে একটি খেলাধূলার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি না? শুধু কয়েকটি বহুমুখী স্থাপনা গড়ে তুলে শিশুদের খেলতে দিতে পারি।’

রোববার অপর একটি পোস্টে বঙ্গবন্ধুর দৌহিত্র বাংলাদেশের শিশুদের সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র মতামত তুলে ধরেন। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের শিশুরা বিশ্বে শারীরিকভাবে সর্বাধিক সক্ষম শিশুদের তালিকায় রয়েছে। কিন্তু একই গবেষণায় দেখা গেছে দেশের প্রতি তিন জন শিশুর মধ্যে দুই জন দিনে এক ঘন্টাও শরীর চর্চা করে না।
রাদওয়ান প্রতিদিন ফুটবল খেলেন এবং তিনি একজন ক্রীড়াবিদ হিসেবে পরিচিত।

 তিনি বাচ্চাদের সব সময় লেখাপড়ার জন্য চাপ না দিতে এবং খেলাধূলা ও শরীর চর্চা করতে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি শিশুদের জন্য আরো বেশি উন্মুক্ত স্থান সৃষ্টির আহ্বান জানান।

বিগত দশ বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের খেলাধূলার উন্নয়নে বিশেষ দৃষ্টি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপনের প্রকল্পটি চলমান আছে।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer