Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

শিশু সায়মা ধর্ষণ-হত্যার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ২৫ আগস্ট ২০১৯

প্রিন্ট:

শিশু সায়মা ধর্ষণ-হত্যার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে

ঢাকা : রাজধানীর ওয়ারীর সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকেরদিনটি ধার্য ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন করে ১৬ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।

রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আরজুন প্রতিবেদন দাখিল করেনি।

ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

এর আগে মামলার একমাত্র আসামি হারুন আর রশিদকে গত ৭ জুলাই তার বাড়ি কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেন হারুন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer