Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ৭ আগস্ট ২০২০

প্রিন্ট:

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

তীব্র স্রোতের কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

শুক্রবার ভোর সাড়ে ৫টায় ফেরি চলাচল শুরু হয়। এর আগে পদ্মায় তীব্র স্রোতের কারণে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।এছাড়া এ রুটে সকাল থেকে লঞ্চ চলাচল করছে। যাত্রীদের উপস্তিতিও বেশি।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি`র ব্যবস্থাপক সাফায়েত আহমেদ গণমাধ্যমকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টায় চারটি ছোট ফেরি চালুর মাধ্যমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, পদ্মার তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিতে করে অনেকে নদী পার হচ্ছেন।শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তেমন গাড়ি নেই। তবে কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ভিড় রয়েছে।

বর্তমানে এক নম্বর ফেরিঘাট দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করছে ফেরিগুলো। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৩০টির মতো গাড়ি রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer