Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ১৩ অক্টোবর ২০২০

প্রিন্ট:

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ।

সোমবার বিকেল সোয়া ৩টা থেকে আকস্মিক ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি’র এজিএম মো. সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরেই শুধু দিনের বেলা ৪-৫ টি ফেরি চলাচল করছিল এ নৌরুটে। আজ সকাল থেকে ৫টি ছোট ফেরি চলছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬ টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চ্যানেলের পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে।

গত ৩৯ দিনে সীমিত আকারে ছোট ফেরি চলেছে মাত্র ২২ দিন, তাও শুধু দিনের বেলায়। ৪৫ দিন ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer