Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল আজো বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল আজো বন্ধ

ঢাকা : মঙ্গলবার সন্ধ্যা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকালেও স্বাভাবিক হয়নি ফেরি চলাচল।

পদ্মায় অস্বাভাবিক হারে পানি কমতে থাকায় নাব্যতা সংকটের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পদ্মায় পানি দ্রুত কমতে থাকায় লৌহজং টার্নিং পয়েন্টে নাব্যতা সংকট দেখা দিয়েছে। নৌপথের বিভিন্ন স্থানে ডুবোচর দেখা দিয়েছে। ফলে ফেরি আটকে যাচ্ছে নৌপথের বিভিন্ন স্থানে। নাব্যতা নিরসনে খননকাজ চললেও গত দুই দিনে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।

বিআইডাব্লিউটিসি`র কাঁঠালবাড়ী ফেরি ঘাট সূত্রে জানা গেছে, সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি। তবে শিমুলিয়া ঘাটে একটি মধ্যম সারির ফেরিতে পরিবহন তোলা হচ্ছে বলে জানা গেছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer