Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত পরিসরে ফেরি চালু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ২১ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত পরিসরে ফেরি চালু

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত আকারে পাঁচটি ছোট ফেরি চলাচল করছে।রোববার বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহব্যবস্থাপক সাফায়েত আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকাল ৭টার পর থেকে নৌরুটে পাঁচটি কে-টাইপ ফেরি চলাচল করছে।

এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পার হওয়ার অপেক্ষায় আছে প্রায় অর্ধশতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা মোহাম্মদ হানিফ জানান, চায়না চ্যানেল দিয়ে ছোট ফেরিগুলো চলছে। হাজরা চ্যানেলটি ফেরি চলাচলের জন্য উপযোগী না হওয়া পর্যন্ত আপাতত এই নৌরুটে ফেরি চলবে। নিরাপত্তাজনিত কারণে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে ৫০টির মতো যানবাহন। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যাই বেশি। লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer