Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শিথিল হলো আন্তর্জাতিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ২৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

শিথিল হলো আন্তর্জাতিক লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার

ঢাকা : ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আরোপিত কড়াকড়ি শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বিদেশ থেকে পণ্য বা সেবা কিনতে আন্তর্জাতিক কার্ডে অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফরম বা ওটিএএফও লাগবে না।

রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেইঞ্জ পলিসি বিভাগ হতে এক সার্কুলার জারি করে এই বাধ্যবাধকতা তুলে দেয়া হয়।

তবে ব্যাংকগুলোকে গ্রাহকের তথ্য যাচাই (কেওয়াইসি), ক্যাসিনো, অনলাইন গেইম, ক্রিপটোকারেন্সি লেনদেনের বিষয়ে কঠোরভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

এর আগে নভেম্বরের ১৪ তারিখ এক সার্কুলারে আন্তর্জাতিক কার্ডে লেনদেনে ওটিএএফ পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়ার পর তা যাচাই শেষে ব্যাংক অনুমোদন দিলে তবেই অনলাইনে অর্থ পরিশোধ করা যাবে, এমন নির্দেশনা জারি করেছিলো বাংলাদেশ ব্যাংক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer