Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

শিগগিরই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে : কৃষিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ১৬ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

শিগগিরই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে : কৃষিমন্ত্রী

ঢাকা : পেঁয়াজের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।তিনি বৃহস্পতিবার সংসদে জাসদের শিরিন আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, “পেঁয়াজের দাম কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ভারত পেঁয়াজের আমদানীর উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে প্রণোদনা প্রদান করছে। আশা করি শিগগিরই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। কোন অবস্থাতেই পেঁয়াজের দাম ১১০ টাকা থাকবে না।”

সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী বছর যাতে পেঁয়াজের দাম নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, এজন্য আগাম সতর্কতামূলক পদÿেপ গ্রহণ করা হয়েছে। আশা করি আগামী বছর এমন পরিস্থিতির সুষ্টি হবে না।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer