Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

শিগগিরই দক্ষিণ কোরিয়া সফর করবেন কিম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ১৯ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শিগগিরই দক্ষিণ কোরিয়া সফর করবেন কিম

ঢাকা : উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন খুব শিগগিরই সিউল সফর করবেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক পরিদর্শকদের সামনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাইটটি বন্ধ করে দেবেন বলেও সম্মত হয়েছেন।

পিয়ংইয়ংয়ে বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয়ে সম্মত হন। 

পিয়ংইয়ং-এ অনুষ্ঠিত এই বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়টি মূল ইস্যু হলেও সে ব্যাপারে অগ্রগতি সীমিত। তবে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক জোরদারে উভয় নেতা একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

এদিকে কিমই প্রথম যিনি কোরীয় যুদ্ধ অবসানের পর প্রথম সিউল সফরে যাচ্ছেন।
এ সফর প্রসঙ্গে মুন বলেন, চলতি বছরই কিমের সিউল সফর অনুষ্ঠিত হবে। এ সফর আন্তঃকোরীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলস্টোন হয়ে থাকবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer