Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

শিগগিরই ই–পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা ভারতের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

শিগগিরই ই–পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা ভারতের

শিগগিরই ই–পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে ভারত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারত মেডিক্যাল ভিসা প্রদান শুরু করেছে এবং দ্রুত ই–পর্যটন ভিসা চালু করবে। করোনার কারণে দেশটিতে ব্যাপকভাবে কমে গেছে চিকিৎসা ভ্রমণ।’ দ্য মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ‘ভারত বরাবরই একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র, তবে কয়েক বছর ধরে এটি চিকিৎসা পর্যটনের জন্য একটি শীর্ষস্থান হিসেবে চিহ্নিত হয়েছে। ভারতে স্বাস্থ্যসেবা শিল্পের ব্যাপক অগ্রগতি হয়েছে, যা বিশ্বের অন্যতম সেরাদের তুলনীয়। আমাদের শিক্ষাব্যবস্থায় বিশ্বমানের চিকিৎসক, নার্স ও প্যারামেডিকেল স্টাফ তৈরি হচ্ছে, যা এখন বিশ্বজুড়ে স্বীকৃত। এমনকি অনেক জায়গায় ভারতকে বিশ্বের ফার্মেসি বলা হয়। ভারত ওষুধের অন্যতম বৃহৎ প্রস্তুতকারক দেশ এবং বিশ্বজুড়ে ভ্যাকসিনের একটি বড় অংশ সরবরাহ করে।’

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘শিগগিরই ই-পর্যটন ভিসার পাশাপাশি নির্ধারিত আন্তর্জাতিক বিমানগুলো পুনরায় চালু করার পরিকল্পনা করা হচ্ছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer