Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্থগিত, বৃহস্পতিবার ভিসির সঙ্গে বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৫, ২৪ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্থগিত, বৃহস্পতিবার ভিসির সঙ্গে বৈঠক

ঢাকা : গণহারে ফেলসহ নানা সমস্যা সমাধানের দাবিতে করা সড়ক অবরোধ আজকের মতো স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকের পর পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন ছাত্র প্রতিনিধিরা।

এদিকে সাত কলেজের জন্য আলাদা প্রশাসনিক সেল চালুর আশ্বাস দিয়েছেন উপাচার্য। তিনি জানান, ৯০ দিনের মধ্যে সব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেশনজট বন্ধে ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে। এছাড়া ফলাফল পুনর্মুল্যায়নেরও আশ্বাস দেন তিনি।

অবরোধ তুলে নেয়ার পর সাইন্সল্যাব, ঝিগাতলাসহ মিরপুর রোডে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সেশনজট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশের দীর্ঘসূত্রিতা দূর করাসহ নানা সমস্যা সমাধানের দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে থেকে মানববন্ধন শুরু করেন সাত কলেজ অধিভুক্ত শিক্ষার্থীরা। যা রাজধানীর নীলক্ষেত ও সাইন্সল্যাব পর্যন্ত ছাড়িয়ে যায়। এরপর বেলা ২টা পর্যন্ত সড়ক আটকে বিক্ষোভ করেন তারা। আজ আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer