Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি নেই: জিএম কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৩, ১ নভেম্বর ২০২০

প্রিন্ট:

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি নেই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) জিএম কাদের বলেছেন, হাট-বাজার, অফিস-আদালত এবং গণপরিবহণসহ সব কিছু খুলে দিয়ে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো যুক্তি নেই।

রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে কাকরাইলে জাতীয় যুব সংহতি আয়োজিত র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

জাপা চেয়ারম্যান বলেন, এভাবে অনির্দিষ্টকাল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চতায় পড়বে। স্কুল কলেজ খুলে দেওয়া উচিত। যারা ক্লাসে যেতে চায়, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে।

তিনি বলেন, দেশের জনসংখ্যার বড় অংশ ১৫ থেকে ৬০ বছর বয়সী। যারা কর্মক্ষম মানুষ। দুঃখজনক হলেও সত্য এই কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগানো যায়নি। দেশে বেকারের সংখ্যা পাঁচ কোটির বেশি বলে দাবি করেন জিএম কাদের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer