Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শাহেদের ভারতের কৈলাশহরে প্রবেশ সন্দেহে কমলগঞ্জে পুলিশি তৎপরতা

নূরুল মোহাইমীন মিল্টন, নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ১৩ জুলাই ২০২০

প্রিন্ট:

শাহেদের ভারতের কৈলাশহরে প্রবেশ সন্দেহে কমলগঞ্জে পুলিশি তৎপরতা

ঢাকার রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদ ওরফে শাহেদ করিম মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত হয়ে কৈলাশহর প্রবেশের মধ্যদিয়ে ভারতে যেতে পারে সন্দেহে কমলগঞ্জে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

সোমবার বিকাল ৫টা থেকে শমশেরনগরে আকস্মিক পুলিশি তৎপরতা শুরু হয়। শমশেরনগর চৌমুহনা থেকে ভারতের ত্রিপুরাগামী সড়কের মুখে চেকপোস্ট বসিয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দাঁড়িয়ে যানবাহন তল্লাশি শুরু করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা পুলিশ থেকে তাদেরকে জানানো হয় ঢাকার রিজেন্ট হাসপাতালের করোনা কেলেঙ্কারী পলাতক প্রধান আসামী মো. শাহেদ এ পথে কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত পথে ভারতের ত্রিপুরা যেতে পারেন। তাই সতর্কতা স্বরুপ চেকপোস্ট বসিয়ে পুলিশ সদস্যরা যানবাহন তল্লাশি শুরু করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চৌমুহনাস্থ চাতলাপুর সড়কে যানবাহন তল্লাশি করেন।

পুলিশের একটি সূত্র জানায়, শাহেদের মোবাইল ফোন ট্র্যাক করে দেখা গেছে শাহেদ মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। তাই সোমবার বিকাল থেকে শমশেরনগর ও শ্রীমঙ্গল উপজেলায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে শাহেদ চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা প্রবেশ করতে পারেন। তাই তাকে ধরার জন্য সতর্কতামূলক পুলিশ শমশেরনগরে তদারকি চালাচ্ছে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পুলিশ সদস্যদের শমশেরনগর চৌমুহনায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer