Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

শামীমার বাংলাদেশে প্রবেশের অধিকার নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ১৭ জুন ২০২০

প্রিন্ট:

শামীমার বাংলাদেশে প্রবেশের অধিকার নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেওয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগদান করেন। এরই প্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে।

ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন।

ওই আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। এ সংক্রান্ত তার কোন অধিকারও নেই। তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়ারও কোন অবকাশ নেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer