Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শান্তিরক্ষীদের ব্যাপক প্রশিক্ষণের ওপর বাংলাদেশের গুরুত্বারোপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৪, ৯ মে ২০১৯

প্রিন্ট:

শান্তিরক্ষীদের ব্যাপক প্রশিক্ষণের ওপর বাংলাদেশের গুরুত্বারোপ

ঢাকা : জাতিসংঘ শান্তিরক্ষীদের ব্যাপক প্রশিক্ষণ অর্জনে জাতিসংঘ সদরদপ্তর, সদস্য রাষ্ট্রসমূহ ও শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে সুদৃঢ় ত্রি-পক্ষীয় সহযোগিতা বিনির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

জাতিসংঘের বাংলাদেশ মিশন জানায়, সম্প্রতি নিরাপত্তা পরিষদে ‘শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বিনির্মাণ’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত এ কথা বলেন।

২০১৮ সালে নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ ৫ম স্থান অধিকার করেছে।

রাষ্ট্রদূত মাসুদ বাংলাদেশি শান্তিরক্ষীদের নানা সাফল্য তুলে ধরেন এবং জাতিসংঘে প্রদত্ত প্রতিশ্রুতির অংশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনসমূহে নারী শান্তিরক্ষীর পদায়ন ক্রমান্বয়ে বৃদ্ধি করছে বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, শান্তিরক্ষীরা বহুমুখি ও জটিল রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবেশে কাজ করে থাকেন আর এজন্য ব্যাপকভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থাপনা প্রয়োজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer