Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর ১১০ সদস্যের মালি গমন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ২৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনীর ১১০ সদস্যের মালি গমন

ঢাকা : বাংলাদেশ বিমান বাহিনী ‘মালী’তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে।

শনিবার প্রতিস্থাপন কর্মসূচীর অংশ হিসেবে বিমান বাহিনীর ৪ জন মহিলা কর্মকর্তাসহ মোট ১১০ জন সদস্য মালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোঃ মামুনুর রশীদ।

বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে তাদেরকে বিদায় জানান।

এর আগে ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, মালীগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

ইউ.এন.বি নিউজ  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer