Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমির কর্মসূচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১৪ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসে শিল্পকলা একাডেমির কর্মসূচি

ঢাকা : শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আগামি ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ৮.৩০টায় রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরিবেশিত হবে কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান।

১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer