Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শহিদুল আলমের জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৮ নভেম্বর ২০১৮

আপডেট: ১৩:০২, ১৮ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

শহিদুল আলমের জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

ঢাকা : আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। রোববার বেলা ১১টার দিকে রাষ্ট্রপক্ষের এ আবেদনের উপর রববারে দুপুরে চেম্বার আদালতে শুনানি হতে পারে।

গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় শহিদুল আলমের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই জানিয়েছেন শহিদুল আলমের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

তবে জামিন আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন তারা।

শহিদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেছিলেন, যেহেতু তিনি সারা বিশ্বের একজন নামকরা আলোকচিত্রী, বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছেন। এ মুহূর্তে উনার মুক্তি পেতে কোনো বাধা নেই। তবে সরকার যদি আবারও বিরোধিতা করে সেটা পরে দেখা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer