Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শনিবার থেকে নিজেদের দামে মাংস বিক্রি করবে ব্যবসায়ীরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১ জুন ২০১৯

প্রিন্ট:

শনিবার থেকে নিজেদের দামে মাংস বিক্রি করবে ব্যবসায়ীরা

ঢাকা : রাজধানীতে সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যে আর মাংস বিক্রি করবেনা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম।

এ প্রসঙ্গে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, ব্যবসায়ীদের অভিযোগ এবং চাঁদাবাজির বিষয়টি ডিএনসিসি ও ঢাকা মহানগর পুলিশকে দেখার জন্য বলা হয়েছিল। এই পরিস্থিতিতে তাদের অগ্রগতি কী, তা খোঁজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, বাজার তদারক করে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।মাংসের মূল্য প্রত্যাহার নিয়ে তাকে দেওয়া মাংস ব্যবসায়ীদের কোনো চিঠি তিনি পাননি বলে জানান।

এদিকে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব রবিউল আলম জানান, শনিবার থেকে সিটি করপোরেশনের নির্ধারিত বিক্রয়মূল্য মেনে আর মাংস বিক্রি করা সম্ভব হচ্ছে না। ডিএনসিসির অসহযোগিতার কারণেই নির্ধারিত দামে মাংস বিক্রি আর সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তার অভিযোগ, গাবতলী গরুর হাটে মাংস ব্যবসায়ীদের কাছ থেকে সরকার–নির্ধারিত খাজনা থেকে বেশি টাকা নেয়া হচ্ছে। হাটের ইজারাদারকেও কোনো প্রকার জবাবদিহির আওতায় আনেনি ডিএনসিসির সম্পত্তি বিভাগ। ফলে ব্যবসায়ীদের প্রতিদিন লোকসান দিয়ে মাংস বিক্রি করতে হচ্ছে। তাই নির্ধারিত মূল্যে আর মাংস বিক্রি করা সম্ভব না বলে তিনি জানান।

মাংস ব্যবসায়ীদের অভিযোগ, মাংসের মূল্য নির্ধারণী সভায় মাংস ব্যবসায়ী সমিতির কার্যালয় দখলমুক্ত করা, সরকার–নির্ধারিত গরুর হাটের খাজনা বাস্তবায়ন এবং হাটের ইজারাদারকে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়েছিল। কিন্তু ডিএনসিসি বিষয়গুলোর কোনোটিতেই সহযোগিতা করেনি।

রবিউল অভিযোগ করেন, অতিরিক্ত দামে মাংস বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত মাংস ব্যবসায়ীদের জরিমানা করেন। কিন্তু চাঁদাবাজি ও খাজনার অতিরিক্ত অর্থ নিয়ে হাট ইজারাদার কোটি কোটি টাকার আদায় করলেও র‍্যাব–পুলিশ, ভোক্তা অধিকার, সিটি করপোরেশন তা আমলেই নিচ্ছে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer