Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

শনিবার টেলিভিশন পর্দায় ‘হাসিনা: এ ডটারস টেল’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ১৪ ডিসেম্বর ২০১৮

আপডেট: ২৩:২৯, ১৪ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

শনিবার টেলিভিশন পর্দায় ‘হাসিনা: এ ডটারস টেল’

ঢাকা : সারা দেশে সিনেমা হলের বড় পর্দায় দারুণ জনপ্রিয়তা পাওয়া ‘হাসিনা: এ ডটারস টেল’ ডকুড্রামাটি এবার আসছে  ছোট পর্দায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ডকুড্রামাটি শনিবার দুপুর ৩টায় প্রচার হবে চ্যানেল আই, মাছরাঙ্গা ও গাজী টেলিভিশনে (জিটিভি)।

স্টার সিনেপ্লেক্সে ১৫ নভেম্বর প্রিমিয়ার শোর মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা: এ ডটারস টেল’। দর্শকদের জন্য শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিনে ডকুড্রামাটির প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে পরবর্তী দুই সপ্তাহে বক্স অফিসে সবচাইতে সফল ছিলো ডকুড্রামাটি।

দর্শক চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের আরো ৩৫টি সিনেমা হলে চলে এ ডকু ড্রামার শো। সব মিলিয়ে দারুণভাবে ব্যবসা সফল চলচ্চিত্রটি।

‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer