Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

‘শতাব্দীর মহানায়ক’ শীর্ষক শিল্পকলার অনুষ্ঠান শুরু রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ২ আগস্ট ২০২০

প্রিন্ট:

‘শতাব্দীর মহানায়ক’ শীর্ষক শিল্পকলার অনুষ্ঠান শুরু রোববার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শতাব্দীর মহানায়ক’ শীর্ষক অনলাইন ভিত্তিক মাসব্যাপী অনুষ্ঠান রোববার শুরু হচ্ছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এ অনুষ্ঠানটি ওইদিন বিকাল ৫টায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানায়, বাংলাদেশের শিল্পীরা সকল জাতীয় আন্দোলনে, গণজাগরনে ও দূর্যোগকালীন সময়ে অনন্য ভূমিকা পালন করে আসছে।

করোনাভাইরাসজনিত সংকটে বাংলাদেশের সকল মাধ্যমের শিল্পীদের সুরক্ষা কর্মহীন শিল্পীদের পাশে দাঁড়ানো, মানুষকে সচেতন ও দায়িত্বশীল করতে দেশের সকল মাধ্যমের শিল্পীদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছে শিল্পকলা একাডেমি।

ইতোমধ্যে দেশব্যাপী কবিতা, চলচ্চিত্র, অভিনয়, সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য ইত্যাদি মাধ্যমের শিল্পীদের এ আয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ শুরু করেছে বলে জানায় তারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer