Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন চলতি মাসেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৭, ১২ নভেম্বর ২০২১

প্রিন্ট:

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন চলতি মাসেই

আর মাত্র কয়েকদিন পর শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না হলেও এই চন্দ্রগ্রহণটি প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর কার্তিক পূর্ণিমার দিন এই গ্রহণ হবে।

নাসা জানায়, আগামী ১৯ নভেম্বর সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী চলে আসবে। গ্রহণ চলাকালে চাঁদের ৯৭ অংশ লাল হয়ে থাকবে যেটি ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। বাংলাদেশ সময় বেলা ১২টায় শুরু হবে এই গ্রহণ, শেষ হবে ৬টা ০৩ মিনিটে। সময় দুপুর ২টায় পর গ্রহণ পৌঁছবে সর্বোচ্চ শিখরে।

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে রাত ২টা থেকে ৪টার মধ্যে স্পষ্ট দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। এছাড়াও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। এই গ্রহণ অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশ থেকে যেতে পারে।

পৃথিবীর সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে ইন্টারনেটে দেখা যাবে এই গ্রহণ। নাসার লাইভ স্ট্রিম দেখতে আপনি এখানে ক্লিক করতে নিচের লিংকে
https://solarsystem.nasa.gov/resources/2655/whats-up-november-2021/

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer