Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

শতাধিক বিমান বন্ধ, দেউলিয়ার পথে জেট এয়ারওয়েজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২১, ১৬ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

শতাধিক বিমান বন্ধ, দেউলিয়ার পথে জেট এয়ারওয়েজ

ঢাকা : ভারতের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন জেট এয়ারওয়েজের শতাধিক বিমানের উড্ডয়ন বন্ধ হয়ে গেছে। অর্থ সঙ্কটে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যাওয়ার পথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ দাবি করেছেন সংস্থাটির কর্মীরা।

জরুরী অর্থ সংস্থানের জন্য সোমবার কর্তৃপক্ষের সঙ্গে ঋণদাতা ব্যাঙ্কগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কাছে ১৫০০ কোটি রুপি জরুরি তহবিলের আবেদন করেছে জেট এয়ার কর্তৃপক্ষ।

কিছুদিন আগেও এয়ারলাইনটি সপ্তাহে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রায় এক হাজার ফ্লাইট চালাত। কিন্তু হঠাৎ করেই প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার মুখে।

জেটের কাস্টমার সার্ভিস বিভাগের কর্মী অদিতি জানান, কিছুদিন আগেও জেট এয়ারওয়েজের বহরে যে ১২৩টি বিমান ছিল। এর মধ্যে বড়জোর গোটাসাতেক এখন আকাশে উড়ছে।

লন্ডন, ব্রাসেলস, আমস্টার্ডাম, হংকং, সিঙ্গাপুর বা ঢাকা-তে ভারত থেকে জেটের যে সরাসরি উড়ানগুলো ছিল সেগুলোও এখন বন্ধ।

পরিস্থিতি এখন যে পর্যায়ে তাতে জরুরী ভিত্তিতে ১৫০০ কোটি রুপি টাকা না পেলে জেট হয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে।

সূত্র: বিবিসি বাংলা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer