Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

শজিমেক হাসপাতালে হৃদরোগীদের রিং স্থাপন কার্যক্রম শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ৪ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

শজিমেক হাসপাতালে হৃদরোগীদের রিং স্থাপন কার্যক্রম শুরু

বগুড়া জেলায় শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হৃদরোগীদের রিং পরানো কার্যক্রম শুরু হয়েছে।শনিবার সকাল সাড়ে ৯ টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক মীর জামালউদ্দিন এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসীন, শজিমেক-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল, হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুল ওয়াদুদ জানান, শনিবার থেকে রিং স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। এতদিন এ হাসপাতালে শুধু এনজিওগ্রাম করা হলেও এনজিওপ্লাস্টি করা হতো না।

তিনি জানান, রিং স্থাপন কার্যক্রম শুরুর মাধ্যমে বগুড়াসহ আশেপাশের জেলাগুলোর হৃদরোগীরা স্বল্প খরচে শজিমেক হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। ৭৫ হাজার টাকা থেকে একলাখ ৭০ হাজার টাকায় মেডিকেটেড রিং দেয়া হবে। সংশ্লিষ্টরা নিজ নিজ সাধ্যমত রিং স্থাপন করতে পারবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer