Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

লেবাননেনর দাতাদের প্রতি সহযোগিতার আহবান জাতিসংঘ মহাসচিবের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ১১ আগস্ট ২০২০

প্রিন্ট:

লেবাননেনর দাতাদের প্রতি সহযোগিতার আহবান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত সপ্তাহে ভয়ংকর বিষ্ফোরণে বৈরুত বন্দর এবং রাজধানীর বিশাল এলাকা ধ্বংসস্তুপে পরিণত হওয়ার পরে সোমবার লেবাননের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহবান জানিয়েছেন।

লেবাননের মানবিক পরিস্থিতি সম্পর্কে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মহাসচিব বলেন, “ লেবাননের সকল নাগরিকের জন্য বিশেষ করে নারী এবং বালিকাদের জন্য যারা এই সংকটে আছে তাদের আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহবান জানাচ্ছি।”

তিনি বলেন, “আমি সেই দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা ইতোমধ্যেই আর্থিক, উপকরণ ও বিশেষায়িত সহায়তা করে আসছে এবং আমি দাতাদের প্রতি উদারভাবে ও দ্রুততর সময়ে সহযোগিতায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।”

গুতেরেস এ সময় ওই বিষ্ফোরণের ঘটনার তদন্ত এবং দেশটির সংস্কারের আহবান জানান।
এই সময়ে দু:খ ও হতাশা দীর্ঘস্থায়ী হলে তা লেবাননের জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করবে। দেশে সরকার বিরোধী বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের কথা শুনতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer