Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

লেবাননে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৬ আগস্ট ২০২০

প্রিন্ট:

লেবাননে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে এক বার্তার মাধ্যমে শেখ হাসিনা শোক জানিয়েছেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বৈরুতে বিস্ফোরণের ফলে নিরীহ মানুষের প্রাণহানীর ঘটনায় আমি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

শেখ হাসিনা বৈরুতের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও তার আন্তরিক সহানুভূতি জানিয়েছেন। প্রসঙ্গত, মঙ্গলবার লেবাননে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। যাদের মধ্যে চার জন বাংলাদেশিও রয়েছেন।

ওই ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’এর ক্ষতি হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer