Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

লিবিয়া থেকে ফেরত পাঠানো মিশরের জিহাদির বিচার শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪২, ২৬ জুন ২০১৯

প্রিন্ট:

লিবিয়া থেকে ফেরত পাঠানো মিশরের জিহাদির বিচার শুরু

ঢাকা : লিবিয়ায় গ্রেপ্তার হওয়া এবং কায়রোতে ফেরত পাঠানো মিশরের এক জিহাদির মঙ্গলবার ফের বিচার শুরু হয়েছে। পাঁচটি সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় তার এ বিচার শুরু হলো। ইতোমধ্যে এসব মামলার একটিতে তাকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। তার অনুপস্থিতিতেই তাকে এ সাজা দেয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। 

নিউজ ওয়েবসাইট আহরাম জানায়, সেনা ও পুলিশ বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে মোট ৫৪ জনকে হত্যা করায় হিশাম আল আশমাওয়েকে অভিযুক্ত করা হয়। আশমাওয়ে মিশরের শীর্ষ তালিকাভূক্ত জঙ্গিদের অন্যতম।
ওই ওয়েসসাইটের খবরে বলা হয়, সামরিক আদালতে তার পুন:বিচার করা হচ্ছে।

লিবিয়া সীমান্তবর্তী একটি ফাঁড়িতে হামলা চালিয়ে সৈন্যদের হত্যা করায় জড়িত থাকায় মিশরের একটি সামরিক আদালত ২০১৭ সালে তাকে মৃত্যুদন্ড দেয়। আদালত তার অনুপস্থিতিতেই তাকে এ সাজা দেয়।

গত মে মাসে এ জিহাদিকে কায়রোতে ফেরত পাঠানো হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer