Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

লাকী আখান্দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২১ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

লাকী আখান্দের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রোববার

ঢাকা : বাংলাদেশের অন্যতম সেরা সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬১ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন পরপারে। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না’ বিখ্যাত এই গানগুলোর স্রষ্টা লাকী আখান্দ চলে গেছেন তবে রেখে গেছেন কালজয়ী কিছু গান। যা দিয়ে আজীবন ভক্তদের মনে গেঁথে থাকবেন তিনি।

সুর ও সংগীতায়োজনের কিংবদন্তি তিনি। সফট-মেলোডি, মেলো-রক, হার্ড-রক সব ধরণের গান তার ছোঁয়ায় অতুলনীয় হয়ে উঠতো।

লাকী আখান্দের বেশ সমৃদ্ধ ও পরিচিত কিছু অ্যালবাম আছে। সেগুলো হলো (১৯৮৪) পরিচয় কবে হবে (১৯৯৮), বিতৃষ্ণা জীবনে আমার (১৯৯৮), আনন্দ চোখ (১৯৯৯), আমায় ডেকো না (১৯৯৯), দেখা হবে বন্ধু (১৯৯৯)।

ক্ষণজন্মা এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন অন্য শিল্পীদের জন্যে। তার গান করেছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, হাসান প্রমুখ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer