Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

লকডাউনেও চলবে টিকাদান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ৩ এপ্রিল ২০২১

প্রিন্ট:

লকডাউনেও চলবে টিকাদান

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে সরকার। দেশের এই পরিস্থিতিতে চলমান করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা টিকা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। কোনো পরিস্থিতিতেই এই কার্যক্রম বন্ধ হবে না। সুতরাং লকডাউনেও টিকা কার্যক্রম চলবে।

এর আগে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৭ ফেব্রুয়ারি থেকে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer