Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

লকডাউনে গাজীপুর মহানগর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ৭ এপ্রিল ২০২০

প্রিন্ট:

লকডাউনে গাজীপুর মহানগর

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড লকডাউন করে দেয়া হয়েছে। সেই সাথে মহানগরীর দুটি মহাসড়কে ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া এবং পোশাক কারখানার শ্রমিকদের অবাধে ঘুরাফেরার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও সংক্রমণ থেকে মহানগরে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে লকডাউন করতে হয়েছে। এ সময় কোনো ওয়ার্ডে জনসমাবেশ চলবে না এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।’

এছাড়া, মহানগরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি সেবার যানবাহন ছাড়া কোনো যান যাতে গাজীপুর থেকে রাজধানীতে ঢুকতে না পারে এবং অন্য কোনো জেলা থেকেও গাজীপুরে আসতে না পারে সে জন্য এসব পয়েন্টে তল্লাশি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। খবর ইউএনবি’র 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer