Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রোহিঙ্গারা মর্যাদা ও পরিচয় চায়: বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ২৫ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গারা মর্যাদা ও পরিচয় চায়: বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট

ঢাকা : রোহিঙ্গারা মর্যাদা ও পরিচয় চায় জানিয়ে সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ স্কাফার বলেছেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর মানব ট্র্যাজেডি প্রত্যক্ষ করেছি।’

গত সোমবার ও মঙ্গলবার দুদিন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক বার্তায় স্কাফার বলেন, ‘দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্পে যা দেখেছি তাকে মানব ট্র্যাজেডি বলা যেতে পারে।’

তিনি বলেন, বাংলাদেশ ওইসব রোহিঙ্গার জন্য সীমান্ত খুলে দিয়েছিল, যারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে।

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘তারা মর্যাদা চায়, তারা পরিচয় নিয়ে বাঁচতে চায়। তারা অত্যন্ত প্রাণোচ্ছল। তারা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ব্যবসা করা শুরু করেছে। রোহিঙ্গারা তাদের শিশুকে স্কুলে পাঠাতে চান। তারা চায় তাদের সন্তানরা শিক্ষিত হোক। সেই সাথে তারা সাস্থ্যসেবাও চান।’

ব্যাপকসংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।

এসব রোহিঙ্গার জন্য বাংলাদেশ সরকারকে সহায়তা করতে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

নিজের অনেক সমস্যা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে স্কাফার বলেন, তারা (বাংলাদেশ) প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে।

ইউএনবি

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer