Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গাদের ফেরাতে মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান হাসিনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ১ জুন ২০১৯

আপডেট: ০৯:৫৩, ১ জুন ২০১৯

প্রিন্ট:

রোহিঙ্গাদের ফেরাতে মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান হাসিনার

ছবি- সংগৃহীত

ঢাকা : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মুসলিম দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পবিত্র নগরী মক্কায় ইসলামী দেশগুলোর জোট ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসবাদ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ওআইসিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

পবিত্র মক্কা নগরীর প্রাণকেন্দ্রে ওআইসি সম্মেলনের সমাপনী ও মূল পর্ব শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টায়। একে একে এখানে সমবেত হন ৫৭ মুসলিম দেশের নেতৃবৃন্দ।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সভাপতিত্বে চলে ১৪তম ওআইসি সম্মেলন। নাইজেরিয়ার সরকারপ্রধানের পরই দ্বিতীয় বৃহত্তম এ আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের হতাশাজনক অবস্থানে দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কেউ অন্যায় কিছু করলে তার শাস্তি দেয়ার জন্য আল্লাহ রয়েছেন।ধর্মের নামে বিশ্বব্যাপী চলা সন্ত্রাসের তীব্র সমালোচনা করেন সরকারপ্রধান। সন্ত্রাসীদের মূলোৎপাটনে ৪ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।

ফিলিস্তিন ইস্যুতে কেন্দ্র করেই ওআইসির জন্ম স্মরণ করেন শেখ হাসিনা। এ সংকট আজও বিদ্যমান উল্লেখ করেন তিনি। বিভেদ ভুলে ভ্রাতৃত্বের চর্চাতেই উম্মাহর সমৃদ্ধি উল্লেখ করেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer