Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

রোহিঙ্গা সংকট: ইন্দোনেশিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ১৭ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গা সংকট: ইন্দোনেশিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে ইন্দোনেশিয়ার সহায়তা চেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি বুধবার তাকে ফোনে অভিনন্দন জানানোর সময় তিনি এ সহায়তা চান।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। মারসুদি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে ২০১৬ ও ২০১৭ সালে বাংলাদেশ সফর করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer