Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অসহযোগিতার অভিযোগ মিয়ানমারের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৯, ১৩ নভেম্বর ২০১৮

আপডেট: ১০:০৯, ১৩ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অসহযোগিতার অভিযোগ মিয়ানমারের

ঢাকা : রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আবারো ছলচাতুরি শুরু করেছে মিয়ানমার। নাইপিদোতে সংবাদ সম্মেলনে দেশটির অভিবাসন ও শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে আসা রোহিঙ্গারা ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী আবেদন করতে পারবেন। আগামী ১৫ই নভেম্বর থেকে ধাপে ধাপে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেয়ার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা সীমান্তে যাচাই-বাছাই সাপেক্ষে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। এরইমধ্যে প্রত্যাবাসন হতে পারে এমন ২ হাজার ২শ` ৬০ জনের একটি তালিকা জাতিসংঘের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

তায় লায়িং (মহাপরিচালক, অভিবাসন ও শ্রম মন্ত্রণালয়) বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে আসা রোহিঙ্গারা ১৯৮২ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী আবেদন করতে পারবে। আমরা এ-নিশ্চয়তা তাদের দিচ্ছি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer