Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৮ এপ্রিল ২০২০

প্রিন্ট:

রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।বুধবার সন্ধ্যায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার এই ঘোষণা দেন। 

তিনি বলেন, ‘বলতে গেলে আগে থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষণা হয়নি। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরি কার্যক্রম চালু ছিল।`

কমিশনার বলেন, `বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউন এর আওতায় পড়েছে। ক্যাম্পে যেন বাইরের কনো মানুষ ডুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ক্যাম্পে শুধু এমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।`

২০১৭ সালে ২৫ আগস্টে মিয়ানমার থেকে প্রাণে বাচঁতে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেন। এর আগে এখানে ৪ লাখ রোহিঙ্গার অবস্থান ছিল। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer