Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

রোববার সড়ক নিরাপত্তা আইন সংসদে উপস্থাপন করব :মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ১২ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোববার সড়ক নিরাপত্তা আইন সংসদে উপস্থাপন করব :মন্ত্রী

ঢাকা : সংসদে আগামী রোববার প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন ২০১৮ তোলা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১১তম সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইনটি চলতি অধিবেশনে রোববার সংসদে উপস্থাপন করব। এরপর এটি স্ট্যান্ডিং কমিটিতে যাবে। দশম জাতীয় সংসদের একটি সংক্ষিপ্ত অধিবেশন আগামী অক্টোবরে হবে। সড়ক নিরাপত্তা আইনটি ওই অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এরপর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনেকটা তড়িঘড়ি করে সড়ক নিরাপত্তা আইনের খসড়াটি অনুমোদন দেয় মন্ত্রিসভা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer