Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রোববার দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৬:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

রোববার দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা : রোববার রাজধানী দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে ঝড় ও বৃষ্টি হতে পারে। যাতে পাওয়া যাবে শীতের আমেজ। পশ্চিমা লঘুচাপের কারণে মূলত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হবে। যা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত হতে পারে।

আবহাওয়া সিনপটিকে দেখা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপ-হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১ কিলোমিটার। সকালের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ তবে বিকালের আর্দ্রতা দাঁড়ায় ৪২ শতাংশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer