Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ঠেকাতে ৯ উপজেলাকে ‘বিশেষ এলাকা’ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ২৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

রোহিঙ্গা ঠেকাতে ৯ উপজেলাকে ‘বিশেষ এলাকা’ ঘোষণা

ঢাকা : ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে চট্টগ্রামের ৯ উপজেলাকে ‘বিশেষ এলাকা’ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোটার হতে সাধারণ তথ্যের পাশাপাশি বিশেষ তথ্য ফরম পূরণ করতে হবে।

উপজেলাগুলো হচ্ছে- রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী।

ইতোমধ্যে এসব উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও নির্বাচন কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ইসির সহকারি সচিব মোশাররফ হোসেন স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিশেষ কমিটির ১০টি কাজ নির্ধারণ করা হয়েছে।

এদিকে ২৩ এপ্রিল থেকে চট্টগ্রামের ছয় উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে। উপজেলাগুলো হচ্ছে- সীতাকুণ্ড, মিরসরাই, কর্ণফুলী, লোহাগাড়া, চন্দনাইশ ও আনোয়ারা।

এর মধ্যে কর্ণফুলী, লোহাগাড়া, চন্দনাইশ ও আনোয়ারা বিশেষ এলাকার আওতায়।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, বিশেষ এলাকায় ভোটার হতে ইচ্ছুকদের সাধারণ তথ্যের পাশাপাশি একটি বিশেষ তথ্য ফরম পূরণ করতে হবে। ওইসব তথ্য যাচাই করবে বিশেষ কমিটি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer