Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

রুশদিকে নিয়ে টুইট! খুনের হুমকি পেলেন হ্যারি পটার-স্রষ্টা রাওলিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ১৪ আগস্ট ২০২২

প্রিন্ট:

রুশদিকে নিয়ে টুইট! খুনের হুমকি পেলেন হ্যারি পটার-স্রষ্টা রাওলিং

সলমন রুশদি ছুরিবিদ্ধ হওয়ার পর রুশদির ঘটনা নিয়ে টুইট করেছিলেন খ্যাতনামা লেখিকা জেকে রাওলিং। সেই কারণে এবার খুনের হুমকি পেলেন হ্যারি পটারের লেখিকা। তাঁর সেই টুইটেই তাঁকে উদ্দেশ করে লেখা হল, ‘পরের টার্গেট আপনি।’ খবর আজকাল`র।

দুনিয়া জুড়ে অত্যন্ত জনপ্রিয় রূপকথা সিরিজ হ্যারি পটারের স্রষ্টা ব্রিটিশ লেখিকা জেকে রাওলিং। রুশদির দুর্ভাগ্যজনক ঘটনার কথা জানতে পেরে টুইট করে রাওলিং লিখেছিলেন, তিনি অসুস্থ বোধ করছেন এবং আশা করছেন যেন সলমন রুশদি সুস্থ হয়ে ওঠেন। সেখানেই একজন লেখে, ‘চিন্তা করবেন না, এরপর আপনি।’

যে এই হুমকি দিয়েছে সে আবার রুশদিকে আক্রমণ করা হাদি মাতারের প্রশংসাও করেছে। এক সাহিত্যানুষ্ঠানে রুশদিকে একাধিকবার ছুরি চালায় এও হাদি মাতার। এই আক্রমণে গুরুতর আহত অবস্থায় ভেন্টিলেশনে ছিলেন লেখক। এখন সেখান থেকে বের করা হলেও তাঁর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হাদি মাতার শিয়া চরমপন্থী এবং ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পসের সমর্থক বলে জানা গেছে। প্রসঙ্গত, রুশদির লেখা বই ‘স্যাটানিক ভার্সেস’ ইরানে নিষিদ্ধ ১৯৮৮ সাল থেকে, কারণ বহু মুসলিমের কাছে বইটি অধার্মিক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer