Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

রিকশা-ভ্যান শ্রমিক লীগের মহাসমাবেশ প্রত্যাহার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ১০ জুলাই ২০১৯

প্রিন্ট:

রিকশা-ভ্যান শ্রমিক লীগের মহাসমাবেশ প্রত্যাহার

ঢাকা : ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মালিক শ্রমিকদের মহাসমাবেশ প্রত্যাহার করেছে রিকশা-ভ্যান শ্রমিক লীগ। ৩টি সড়কে শুধু অবৈধ রিকশা চলাচল বন্ধের দাবি জানান তারা। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

এ সময় অবরোধের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানায় রিকশা ভ্যান শ্রমিক লীগ।

এসময় বলা হয়, ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক পুলিশ, প্রশাসন এবং রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে। অবৈধ রিকশা উচ্ছেদ করার লক্ষে একটি সমন্বয় কমিটি গঠন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।

পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন বিটিভিসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলে, অবৈধ রিকশা চলাচল বন্ধ করার জন্য বিজ্ঞাপন প্রচার করা অত্যাবশ্যক বলে আমরা মনে করি। অবৈধ রিকশা উচ্ছেদ অভিযান শুরু হলে অত্র সংগঠনসহ রিকশা শ্রমিক মালিকরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer